আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নারী খেলোয়ারদের মাঝে খেলার উপকরন জুতা বিতরন করেন আগৈলঝাড়ার ইউএনও বিপুল চন্দ্র দাস।
মঙ্গলবার দুপুরে ইউনও বিপুল চন্দ্র দাস তার কার্যালয়ে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের ক্রীড়া টিমের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে খেলঅর নতুন জুতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।