আগৈলঝাড়ায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবসটি পালন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে হাত ধোয়া দিবসের এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। দিনের তাতপর্যায় তুলে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইস সেরনিয়াবাত, উপজেলঅ শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রত্যেকের হাত ধোয়ার মতো সাধারণ নিত্য অভ্যাস গড়ে তুলতে পারলে আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ও কৃমির মতো সংক্রমন রোগের আশঙ্কা অনেকাংশে কমে যায়। হাতের লোমকূপের গোড়ায় এক বর্গমিলিমিটার জায়গায় ৫০ হাজার জীবাণু থাকতে পারে, যা খালি চোখে দেখা যায় না। বিভিন্ন বস্তুুর স্পর্শের মাধ্যমে এসব জীবাণু হাতে আসে। এই হাতে অন্য জনকে স্পর্শ করলে, তার কাছেও জীবাণু ছড়ায়। তাই ময়লা-আবর্জনা স্পর্শ করার পর, হাত দিয়ে নাক ঝাড়ার আগে অবশ্যই ভালো করে ধুতে হবে। খাওয়ার আগে ও শৌচ কর্মের পরে ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত করতে হবে।