সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১০টার দিকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন-দৈনন্দিন জীবনের সুস্থতার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন যেমন জরুরী ঠিক তেমনি খাদ্য গ্রহণের আগে-পরে হাত ধোয়া ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত, পরিচ্ছন্ন থাক- শীর্ষক এই প্রতিপাদ্যেকে সামনের রেখে বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর যৌথভাবে এ দিবস টি পালন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধিজনদের অংশগ্রহনে র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মহ: ছারোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কলারোয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার রায়, ঢাকা আহছানিয়া মিশনের কলারোয়া উপজেলার প্রোগ্রাম কর্মকর্তা বিপ্লব হোসেন প্রমুখ। বেসরকারি উন্নয়ন সংস্থা গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বরে স্থাপিত হাত ধোয়া প্রদর্শনীর বিশেষ অস্থায়ী স্টলে অতিথিরা নিজেরা হাত ধুয়ে দিবসটির শুভসূচনা করেন।