দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ রেলওয়ের জলাশয় নিলামের মাধ্যমে লিজ নিয়েও তা দখলে নিতে পারছেন না লিজ গ্রহিতা। বরং লিজ গ্রহিতার নিকট উল্টো চাঁদা দাবী করছেন জলাশয়ের অবৈধ দখলদার।
জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের কাউগাঁ স্টেশন এলাকার গলাহার মৌজার জেএল নং ৫৩, দাগ নং ২৬৫৪/অংশের ০.৮৫ একরের জলাশয়টি বিদ্যমান নীতিমালার অনুচ্ছেদ ৫.৩.৬ বিধানমতে ওই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রোকশানা বেগম ১৪২৬-১৪৩০ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদে মাছ চাষের জন্য লিজ গ্রহণ করেন। তিনি ওই জলাশয় লিজ গ্রহণের প্রয়োজনীয় সকল শর্তাদি পালনও করেন।
কিন্তু ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. মাজেদুর রহমান জনৈক হাচান আলীর নিকট থেকে ওই জলাশয়টি সাব লিজ নেন এবং মাছ চাষ করে আসছেন। তার লিজের মেয়াদ ছিল ১৪২৫ বাংলা সাল পর্যন্ত। কিন্তু তিনি কোন এক অজ্ঞাত কারণে তার লিজের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি জোরপূর্বক ওই জলাশয়ে মাছ চাষ করছেন। বর্তমান লিজ গ্রহিতা রোকশানা বেগম এ জলাশয়ের বিয়য়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বৈঠক করেও তার নিকট থেকে জলাশয়টি দখলে নিতে পারছেন না। বরং উল্টো মাজেদুর রহমান ওই জলাশয়ের লিজ গ্রহিতা রোকশানা বেগমের নিকট আড়াই লক্ষ টাকা চাঁদা দাবী করে বসেন। এ চাঁদা দাবীর ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ৩২৫/সি।
এ বিষয়ে মাজেদুর রহমানের মুঠোফোনে (০১৭৩৭৭৯৪০৫১) কল দিলে সুইচ অফ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী চীফ এষ্টেট কর্মকর্তা (পশ্চিম)’র সহকারী ভু-সম্পত্তি কর্মকর্তা (সদর) মো. রেজুয়ানুল হক জানান, বিষয়টির পুন: তদন্ত দেয়া হয়েছে। তদন্ত রির্পোট পেলেই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিজ গ্রহিতা পক্ষ জলাশয়টি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন