দনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে মাওঃ আবদুল হামিদ (ফুটবল) প্রতীক নিয়ে ৯১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কোরবান আলী (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৫ ভোট পেয়েছেন। ১৪ অক্টোবর -২০১৯ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসনে সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদুল হক প্রিজাইটিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন। ওই ৯ নং সাতোর ইউনিয়নের ৩ ওয়ার্ডে ২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২০০ জন। মোট ১৭২৪ ভোটার তাদের ভোটাঅধিকার প্রয়াগ করেছেন। উল্লেখ্য, এই আসনের ইউপি সদস্য মোঃ আতাউর রহমান বাবু দিনাজপুর জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শুন্য হয়ে যায়।