পঞ্চগড়ের বোদায় সন্ত্রাস, জঙ্গিবাদ, আইন শংৃখলা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী কর্মকর্তা লিলুফা সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুহ্জামান সুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জজ ও আইন সহায়তা কর্মকর্তা আহসান হাবিব, বোদা থানার কর্মকর্তা ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জাান প্রমুখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক ইউনিয়ন পর্যায়ে সরকারি আইন সহায়তা কার্যক্রম, সালিশ পরিষদ এবং গ্রাম আদালত বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন।