দেবহাটার ধোপাডাঙ্গায় গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ৫ চোর আটক হয়েছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টার দিকে ধোপাডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোররাতে ধোপাডাঙ্গা গ্রামের মৃত সন্তোষ স্বর্ণকারের পুত্র কেশব স্বর্ণকারের বাড়ি থেকে একটি এড়ে গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে তারা গোয়ালে গরু দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে গরু চুরি করে পালানোর সময় একটি পিকআপসহ স্থানীয়রা তাদেরকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের আবদুল গফফারের পুত্র জোহর আলী (৩৫), সাতক্ষীরার কামালনগর এলাকার আবদুর রাজ্জাকের পুত্র সাইফুল ইসলাম, কালিগঞ্জের পাইকপাড়া গ্রামের আবদুল গাজীর পুত্র রাজু গাজী (৩০), দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামের আবদুল গফফার গাজীর পুত্র জাহাঙ্গীর গাজী (২৫) এবং সখিপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আলাউদ্দিন (৩৫)। এ বিষয়ে দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আটককৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসা শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।