সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যাকা-ের শিকার শিশু তুহিন মিয়ার লাশ তার বাড়ি থেকে কিছু দূরে মসজিদের পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শিশুটির পেটে দু’টি ছুরি গাঁথা ছিল। খুনিরা শিশুটির কান ও লিঙ্গ কেটে নেয়। হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে দেয়। এ হত্যার ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে তারা তুহিন হত্যায় পরিবারের দুই-তিনজন সদস্যের সম্পৃক্ততা পেয়েছেন। কিন্তু তুহিন হত্যাকা-ে পুলিশ পরিবারের সম্পৃক্ততা পেলেও তাদের কাউকে মামলায় আসামি দেখানো হয়নি। সাংবাদিকরা জানতে চাইলে এ বিষয়ে মন্তব্যও করতে রাজি হননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। বিষয়টি গোলমেলে। আমরা চাই, শিশু তুহিন হত্যায় জড়িত প্রকৃত অপরাধীকে পুলিশ খুঁজে বের করবে এবং এবিষয়ে কোনো ধরণের ভুল বা গাফিলতি থাকবে না।
বর্তমান সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার যে প্রবণতা দেখা যাচ্ছে তা খুবই উদ্বেগজনক। শিশু হত্যার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে না পারার বিষয়টি আরও উদ্বেগজনক। আগামী দিনের কর্ণধার এই শিশুদের রক্ষা করতে না পারা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।
বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে গড়ে মাসে ৩৪ শিশুর বেশি খুন হয়েছে। খুনের শিকার অর্ধেকের বেশি শিশুর বয়স ১২ বছরের নিচে। গত সাড়ে চার বছরে হত্যার শিকার মোট শিশুর সংখ্যা দেড় হাজারের বেশি। ২০১৯ সালের প্রথম ছয় মাসে মোট ২০৫টি শিশু হত্যার শিকার হয়েছে। ২০১৮ সালে সে সংখ্যা ছিল ৪১৮, এর আগের বছর ছিল ৩৩৯। আগেও শিশুহত্যার একই প্রবণতা দেখা গেছে।
পারিবারিক সহিংসতা, অপহরণ ও ধর্ষণের কারণে উল্লেখযোগ্যসংখ্যক শিশুহত্যার ঘটনা ঘটেছে। শিশুহত্যার সংখ্যা ও ধরন উদ্বেগজনক। সহিংসতার ধরন দিন দিন ভয়ংকর হচ্ছে। মানুষ বেপরোয়া হচ্ছে, কোনো অপরাধ করতেই দ্বিধা করছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিশুহত্যা বাড়ছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। অপরাধ কমাতে শাস্তি দ্রুত ও দৃশ্যমান করতে হবে।
এছাড়া স্বামী-স্ত্রী একে-অপরকে নির্যাতন বা প্রতিশোধ নেওয়ার স্পৃহা থেকে মা-বাবার দ্বারা হত্যার ঘটনা ঘটছে। হত্যার বিষয়টি সব সময় পরিকল্পিত নয়। স্বামী-স্ত্রী একে-অপরকে সন্দেহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে এমন ঘটনা বাড়ছে। এধরণের সামাজিক অপরাধপ্রবণতা নিয়ে মনোসামাজিক বিশ্লেষণ ও গবেষণা জরুরি। বিচারহীনতা ও অপহরণের ঘটনা বৃদ্ধির সঙ্গে হত্যার সংখ্যা সম্পর্কিত। অপরাধীরা ধরা পড়ার ঝুঁকি নিতে চায় না বলেই অপহরণ-ধর্ষণ-নির্যাতনের পর শিশুদের হত্যা করে। অপরাধ রোধে দ্রুত বিচার কার্যকর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন জরুরি। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণমূলক প্রচেষ্টার মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্র গড়ে উঠবে -এমনটিই প্রত্যাশা।