কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নয়ন (৩০) কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের ফরিদ সরদারের ছেলে।
থানা পুলিশ জানায়, সোমবার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে নয়নকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃত নয়ন একটি হত্যা মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ওসি জানিয়েছেন।