নির্ধারিত সময়ের অতিরিক্ত ৫ মাস পেরিয়ে গেলেও এখনো সংস্কার কাজ শেষ হয়নি নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সড়কটি। উল্ট ২৪ কিলোমিটার এই সড়কের পুরোটা জুড়েই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্যা খানাখন্দে ফলে প্রতিদিন ঘটছে র্দূঘটনা। স্থানীয়রা বলছেন চলতি বছরের মে মাসেই সড়কটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় দীর্ঘ দিন ধরেই কাজ বন্ধ করে রেখেছে। ফলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছে রোগী সহ দুই উপজেলার লক্ষ লক্ষ মানুষের। দুর্গাপুর-কলমাকান্দা এই দুই উপজেলায় প্রায় ছয় লাখ মানুষের বসবাস। প্রতিদিন উপজেলা দুইটির লক্ষাধিক মানুষ যানবাহন থেকে শুরু করে রোগীবাহী গাড়ী সহ সকল কিছুই যাতায়াত করছে এই সড়ক দিয়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সড়কটিতে যান ও যাত্রী চাপ বেড়ে যাওয়ায় দিন দিন খারাপ হয়েগেছে সকড়টি। সমস্যা সমাধানে বর্তমান সরকার এলজিইডির আওতায় দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এই সড়কটি সংস্কারের জন্য মোট তিন প্যাকেজে গত বছরের ৫ আগস্ট সাড়ে ২৪ কোটি টাকা ব্যায়ে ডলি কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করেন। এর মাঝে দুর্গাপুর-নাজিরপুর পর্যন্ত ১০ কি.মি একটি প্যাকেজ ও নাজিরপুর- কলমাকান্দা বাজার পর্যন্ত ১৫ কি.মি বাকী দুইটি প্যাকেজ ধরা হয়। যা চলতি বছরের ৬ মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অতিরিক্ত পাচঁ মাস পার হয়ে গেলেও সড়কের বেশির ভাগ অংশের কোন কাজই করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। আর যে সব স্থানে কাজ করেছে ঐ অংশে শুধু শুরকি দিয়ে মেকাডাম করে রাখায় বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্যা খানাখন্দ ফলে প্রতিদিন যানবাহন খানাখন্দে পড়ে ঘটছে দূর্ঘটনা। সরজমিনে গিয়ে দেখাযায়, পৌর শহরের প্রেসক্লাব মোড়, দেশায়ালীপাড়া, এমকেসিএম মোড়, বুরুঙ্গা, চন্ডিগড় ইউনিয়নের মাকরাইল, চন্ডিগড় বাজার, সাতাশি, মধুয়াকোনা সহ বিভিন্ন স্থানে যানবাহন তো দূরের কথা মানুষ হেটেও চলাচলের কোনা পথ পাচ্ছে না। এই এলাকায় সড়কের বড় বড় খান্নাখন্দে প্রতিদিনই মাল ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। অনেক সময় যান বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা এমনি ৪/৫ দিন একই স্থানে যান পড়ে থাকতে দেখা গেছে। ফলে এই সড়ক দিয়ে যাতাযাতকারী যাত্রী, রোগী, শিক্ষার্থীসহ সকলেই জিম্মি হয়ে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। এদিকে বিগত দুই ঈদ ও পূঁজায় শহর থেকে সবার সঙ্গে উযাপন করতে গ্রামে এসে পড়েছেন নানা রকম বিড়ম্বনায়। সড়কের বেহাল দশা ও বড় বড় খান্নাখন্দ মানুষের যাতায়াতে নেমে আসে সীমাহীন ভোগান্তি, মাত্র ২৪ কি.মি. এই সড়ক পাড়ি দিতেই ঘন্টার পর ঘন্টা পেড়িয়ে গেলেও নির্দিষ্ট গন্তব্যের দেখা পাচ্ছেনা যাত্রীরা। ফলে এক দিকে যেমন সড়কগুলোতে বাড়ছে যাত্রী চাপ, তেমনি অপরদিকে বাড়ছে যাত্রী ভোগান্তিও। সাতাশি গ্রামের বাসিন্দা নয়ন মিয়া জানায়, আগে যাও সড়কটি দিয়ে চলাচল করা যাইতো এখন উন্নয়নের বলে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক খোঁড়াখুঁড়ি করে আমাদের চলাচল বন্ধ করে দিচ্ছে। একবছর আগে একটু কাজ শুরু করছিলো আর এখনো শেষ দূরের কথা শুরুই করে নাই। বিগত ৭/৮ মাস ধরে কাজ কেনো বন্ধ রাখছে জানি না। আমরা এই সড়কটির জন্য কি কষ্টে আছি তা বলে বুঝাতে পাবরো না। মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তিনি এই এলাকার মানুষের জন্য অনেক কিছুই করেছেন ও দিচ্ছেও। এই সড়কটির কাজের ব্যাপারে তিনি যেনো তদারকি করেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আবদুল আলিম লিটন জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কাজের কারণে এখনো সড়কের কাজটি শেষ হয়নি। আমরা তাদের উপর চাপ সৃষ্টি করেছি যাতে দ্রুত সময়ের মাঝে কাজটি শেষ করে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি বলেন, দীর্ঘ দিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এই দুই উপজেলা মানুষ এই সড়কটির জন্য কষ্ট করে আসছেন। সড়কটির কাজ অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সড়কে এখনো কাজ হয়নি। ইতোমধ্যে মন্ত্রী মহোদয়ের সাথে সড়কটির কাজ কথাও বলেছি। আর মানুষ যেন এই সড়ক দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পাড়ে তার জন্য আমি আমার ব্যক্তিগত অর্থে বালি ও পাথর দিয়ে সড়কটি সাময়িক সংস্কার করেছি। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন লিমিটেডের কারো মন্তব্য নেওয়া যায়নি।