“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বতীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নাজিমউদ্দীন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু হাইস্কুলের প্রধান শিক্ষক মোক্তারুল আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।