শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (নৌকা)। তিনি পেয়েছেন ৮২ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ২১৭ ভোট।
সোমবার (১৪ অক্টোবর) ভোটগ্রহণ শেেেষ এ ফল ঘোষণা করা হয়। মোট ১৪০টি কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম মিজান (তালা)। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম (চশমা) পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সাংবাদিক সাবিহা জামান শাপলা (কলস)। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদায়ী ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা বেগম (হাঁস) পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।