বরগুনার তালতলীতে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে জাগোনারী’র আয়োজনে শহরে র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাগোনারীর সেইফ স্পেস প্রকল্প এর প্রজেক্ট কো অর্ডিনেটর আখতার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর করীর মোঃ কামরুল হাসান, মো:আনিসুর রহমান সানু, বড়বগী প্যানেল চেয়ারম্যান মো: খালেদ মাসুদ ও সেলিনা আখতার ইভা প্রমুখ।