বাগেরহাটের মোল্লাহাট ও নড়াইলের কালিয়া উপজেলার দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত বিরোধের কারণে বন্ধ থাকা আঠারোবাকী নদী পুনঃখনন কাজ অবশেষে শুরু হচ্ছে আজ। জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের হস্থক্ষেপে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের প্রচেস্টায় বিরোধ নিরসন ও সীমানা নির্ধারন পূর্ববক খননের এ কাজ শুরু হচ্ছে। এরই মাঝে একাধিকবার দুই জেলা ও উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকাবাসীর সমন্বয়ে বৈঠক ও সব শেষে সোমবার দিনব্যপি প্রচেস্টায় সিমানা নির্ধারন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (তেরখাদা পওর) শেখ হুমায়ূন কবীর জানান-মোল্লাহাট উপজেলার সিংগাতি মৌজা ও কালিয়া উপজেলার চাপাইল মৌজার সীমানার মধ্যে আঠারোবাকী নদীর জমির তিন কিলোমিটার অংশে মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিলো। বহু চেস্টা করেও বিরোধ নিরসন করতে না পারায় নদীর ওই তিন কিলোমিটার অংশ খনন বন্ধ ছিলো। একপর্যায়ে জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র হস্থক্ষেপে সংশ্লিস্ট কর্তৃপক্ষের বারংবার চেস্টায় ওই বিরোধ নিরসনের পর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা সীমানা নির্ধারন কাজ সম্পন্ন হয়েছে।
ওই সীমানা নির্ধারনকালে উপস্থিত ছিলেন খুলনা পওর বিভাগ-১ এর বিভাগীয় প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল, এএসপি ছয়রুদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা ওসি কাজী গোলাম কবীর ও পহরডাঙ্গ ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেনসহ সংশ্লিস্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।