বরিশাল বিশ্ববিদ্যালয়ের খ ও গ ইউনিটে ১৮ অক্টোবর এবং ১৯ অক্টোবর ক ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অর্থ ছাড় করানোর কেউ না থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে (সন্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশাসন বলছে, ভর্তি পরীক্ষা চালাতে হলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক পদে নিয়োগ দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক বিষয় যাঁরা নিয়ন্ত্রণ করেন, সেই পদগুলো বর্তমানে শূন্য। এ কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার পদগুলোও বর্তমানে শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আর্থিক লেনদেনের ক্ষমতা শুধু ভিসির রয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভিসি ও ট্রেজারার -একজনও কর্মরত নেই। ২৭ মে ভিসি ড. প্রফেসর এসএম ইমামুল হকের শেষ কর্ম দিবস ছিল। আর ট্রেজারার ড. প্রফেসর একেএম মাহাবুব হাসানের শেষ কর্ম দিবস ছিল ৭ অক্টোবর। ওই দুই পদে কোনও নিয়োগ না হওয়ায় আর্থিক লেনদেন ক্ষমতা সম্পন্ন কোনও কর্তৃপক্ষ না থাকায় ১৯ ও ২০ অক্টোবরের ভর্তি পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ নিয়ে বিগত আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা এখনও পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর সাথে ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন করে ভর্তিচ্ছুদেরও ভুগতে হবে। আমরা কর্তপক্ষকে দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে ভেবে দেখা উচিৎ। সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে বিভন্ন সময়ে আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমানে শুধু মেডিকেল কলেজগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি প্রচলিত আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কয়েক বছর ধরে চেষ্টা করে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলে ভর্তিচ্ছুদের যেমন সময় সাশ্রয় ও ভোগান্তি লাঘব হবে তেমনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মত ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ার মতো ঝামেলা থেকেও মুক্তি মিলবে বলে আমরা মনে করি।
বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারে অনেকেরই দ্বিমত রয়েছে কিন্তু বাধাগুলোকে অতিক্রম করার সুযোগও রয়েছে। বর্তমান ভর্তি প্রক্রিয়া ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য কষ্টদায়ক। ভর্তির প্রক্রিয়া নির্ধারণে বিশ্ববিদ্যালয়গুলোর এখতিয়ার রয়েছে, তবে এতগুলো বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ভর্তি পরীক্ষা কোনোভাবেই সুখকর নয়। বিশেষজ্ঞদের মতামত ও বাস্তবতার ওপর ভিত্তি করে বর্তমান সমস্যার সমাধানকল্পে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারে ভেবে দেখা যেতে পারে।