সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের হোটেল গুলিতে পঁচাবাসি খাবার বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটা বাজারের সকল হোটেল মালিকদের সাথে মতবিনিময় করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্কার রবিউল ইসলাম।
এ সময় তিনি হোটেল মালিকদের বলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা রেখে হোটেল পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।
অধিকাংশ হোটেলগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিনিয়ত সাধারন মানুষ পচাঁ-বাসি খাবার খেয়ে যাচ্ছে। হোটেল শ্রমিকদের মধ্যে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা বা তাদের কোন বৈধ ডাক্তারী পরিক্ষার কাগজপত্র নেই। তারা বেশী ভাগেই সংক্রামক রোগে আক্রান্ত অথচ তাদের হাতে প্রতিদিন হাজার হাজার মানুষকে খেতে হচ্ছে খাবার।
এই সমস্ত খাবার খেয়ে প্রতিনিয়ত এলাকার মানুষ জন পেটের পীড়া,আমাশয়সহ জটিল কঠিন রোগে ভূগছে। খাবার বাসনপত্র বা টেবিল চেয়ার গুলিও থাকে অপরিষ্কার। হোটেল গুলিতে সকাল-সন্ধ্যা থাকছে উপচে পড়া ভীড়। হোটেলে ঢুকলে সহজে মিলে না বসার জায়গা। খালি জায়গা পেলেই ক্রেতারা তাড়াহুড়ো করে বসে পড়ে। প্রতিটি হোটেলে বেসিং থাকলেও থাকেনা সাবান। ক্রেতাকেই মেমো দেয়না কোন মিষ্টির দোকান। মিষ্টি বা অন্য কিছু বিক্রি করলেও তাদের দোকানে মূল্যে তালিকা নেই। অধিকাংশ হোটেলগুলিতে বইরে খাবার তৈরী হয়। আর এ সকল অবস্থা পরিবর্তন করতে এবার কার্যকারী এক উদ্যোগ গ্রহন করলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। তিনি ১৪/১০/২০১৯ তারিখ রোজ সোমবার বিকাল চারটা সময় পাটকেলঘাটা সকল মিষ্টির ও খাবার হোটেল মালিকদের তার কার্যলয়ে ডেকে হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম আরও বলেন প্রত্যেক হোটেল মলিক, কর্মচারী কে মিষ্টি দেওয়ার সময় হাতে গ্লাপ্স ও মাথায় পাতলা টুপি ব্যবহর এর নির্দেশ দেন। প্রত্যেকটি হোটেল যাহাতে কোন রকম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ না থাকে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেন। একই সাথে হোটেল ব্যাবসায়ী দের ৫ দিনের আল্টিমেটাম দিয়ে দেন। মঙ্গলবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ সময় বেঁধে দেন তিনি। আগামি রোববার ২০/১০/২০১৯ তারিখ থেকে অভিযানে এর ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্যানিটারী কর্মকর্তা আবদুল মতিন, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা পরিদর্শক মোঃ মনিরুজ্জামান অলনিউজ বিডি ২৪.কম এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান শুভ সহ আরও অনেকে। বর্তমান সময়ে এ রকম কার্যকারী উদ্যোগ কে স্বাগত জানিয়েছে পাটকেলঘাটার সর্বস্তরের মানুষ।