ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অধিকাংশ কৃষক-কৃষানি নিজেদের বাড়িতে কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করেন। এ ইউনিয়নের ৫ শতাধিক কৃষক-কৃষানি কেঁচো কম্পোস্ট উৎপাদন করে ক্ষেতে ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ছাড়াও ভালো ফলন পাচ্ছেন।
কারও বাড়ির বারান্দায়, ঘরের ভেতরে, উঠানে বা রান্নাঘরের পাশে সারি সারি রাখা আছে মাটি অথবা সিমেন্টের চাড়ি। কারও বাড়ির বাইরে রয়েছে টিনের চালা আর পাকা হাউস। এগুলো সবই কম্পোস্ট সারের মাটির চাড়ি ও পাকা প্লান্ট। প্লান্টের মধ্যে লতাপাতা পচা, গোবর দিয়ে কেঁচো ছেড়ে দেয়া হয়েছে। কেঁচো গুলো এসব ময়লা-আবর্জনা খেয়ে মল ত্যাগ করছে। এটা রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে কেঁচো কম্পোস্ট। এ ইউনিয়নের দাপনা গ্রাম এখন কেঁচো কম্পোস্ট সারের গ্রামে পরিণত হয়েছে। এ গ্রামের শতভাগ বাড়িতে এখন কেঁচো সার উৎপাদন হচ্ছে। আর এ কাজ করছেন বেশিরভাগ বাড়ির নারীরা। ঘরের কাজের পাশাপাশি তারা প্রতি মাসে আয় করছেন হাজার হাজার টাকা। যশোর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও কুমিল্লার ব্যবসায়ীরা বাড়ির ওপর থেকে প্রতি কেজি কম্পোস্ট সার ১০ টাকা দরে কিনে ট্রাক ভরে নিয়ে যায়।
দাপনা গ্রামের কৃষানি রেবেকা বেগম জানান, কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করার জন্য জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের প্রশিক্ষন ও প্লান্ট তৈরি করে দিয়েছে। এখন প্রতি কেজি কেঁচো ২ হাজার টাকা এবং সার উৎপাদন করে বিক্রির মাধ্যমে সংসারের অভাব দ্রুত হয়েছে। হাঙ্গার ফ্রি ওয়াল্ডের প্রোগ্রাম কর্মকর্তা এস এম শাহিন হোসেন জানান, নিয়ামতপুর ইউনিয়নের প্রায় ২ হাজার কৃষক-কৃষানিকে কেঁচো কম্পোস্ট তৈরির প্রশিক্ষন দেয়া হয়েছে। এছাড়াও তার সংস্থা এ ইউনিয়নের প্রায় ২ শতাধিক কৃষক-কৃষানিকে বিনামূল্যে পাকা হাউস ও ১ হাজারেরও বেশি মাটির চাড়ি বিনামূল্যে দেয়া হয়। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান, কেঁচো কম্পোস্ট এলাকার কৃষিতে বিশাল বিপ্লব সৃষ্টি করেছে। তিনি চেষ্টায় আছেন তার ইউনিয়নকে জৈব সারের ইউনিয়ন ঘোষণার। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কম্পোস্ট সার পরিবেশ বান্ধব। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের প্রায় সব গ্রামেই এ সার উৎপাদন হচ্ছে। ক্ষেতে এ সার ব্যবহারের জন্য কৃষক-কৃষানিকে তারা নানাভাবে উৎসাহিত করছেন।