তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) কর্তৃক গৃহীত সিগারেটের ব্র্যান্ড প্রচারণা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইয়েস বাংলাদেশ ও বিএফডিএস নামের দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ইয়েস বাংলাদেশের নির্বাহী প্রধান মোঃ ইসাহাক আলী মিজান লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন সিগারেট কোম্পানির কর্মকর্তারা জার্সি পরে সিগারেট বিক্রির জন্য প্রচারনা চালায়। তাই এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে হবে। ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতনতা বৃদ্ধি ও বর্তমান প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ধূমপান পরিহারের বিকল্প নাই। সংবাদ সম্মেলনে আমদানি করা সিগারেটের ওপর বাজেটে ট্যাক্স এবং খুচরা বাজারে মূল্যে বৃদ্ধির দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, সাংবাদিক কাজী মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।