গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে তৈরী গৃহহীনদের বাসগৃহ নির্মাণ কাজের দেশব্যাপী উদ্বোধন হলেও দুর্গাপুর উপজেলায় নামফলক উন্মোচন শুরু করতে পারেনি সংশ্লিষ্টরা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনাগ্রহই এ বিলম্বের কারণ বলে মনে করছেন তৈরী বাসগৃহ উপকারভোগীগণ।
পিআইসি কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে গৃহ নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। তবে সংশ্লিষ্টদের গাফলতি’র কারণেই এ কর্মসূচীতে দেখা দিয়েছে ধীরগতি। ১৩ (অক্টোবর) রোববার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলার ১৯টি গৃহহীন পরিবারের জন্যে নির্মিত বাসগৃহের নামফলক উন্মোচন করার নির্দেশনা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এ নির্দেশনাকে উপেক্ষা করেছে বলে সূত্রে জানা যায়। প্রধানমন্ত্রী’র নির্বাচনী ইশতেহারে “আমার গ্রাম,আমার শহর” মিশনকে ভিশনের লক্ষ্য পূরনে ‘গৃহহীনদের গৃহদান’ কর্মসূচীর অগ্রাধিকার প্রদান,দুযোর্গ ঝূঁকিহ্রাস কল্পে এ প্রকল্প হাতে নিয়েছেন। কারা এ প্রকল্পের আওতায় আসবে এরকম একটি নীতিমালাও রয়েছে। উপজেলা’র এ দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে প্রাক যাচাই-বাছাই পর্বের নির্দেশিকা বহির্ভূত তালিকা তৈরী হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পিআইসি কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, দুর্যোগ প্রশমন দিবসে আমরা চেষ্টা করেছিলাম অনন্ত বেশক’টি ঘর উদ্বোধন করার। কিন্তু পুরো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। খুব দ্রুততার সাথে কাজ চলছে,অচিরেই নামফলক উন্মোচন করা হবে। পিআইসি কমিটি গঠন কবে করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন,তালিকা প্রস্তুতের সময়েই কমিটি গঠন করা হয়েছে। ১৯টি গৃহহীনদের উপকারভোগীর বাসগৃহের তালিকা চলতি বছরের ৯ই জুন অনুমোদন করেণ পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন। তালিকা প্রস্তুতের ৪মাস অতিবাহিত হলেও এখনও আলোর মুখ দেখেনি দুর্যোগ সহনীয় বাসগৃহ। পিআইসি উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম’র মন্তব্য নেওয়া যায়নি।