ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলার কীর্তনখোলা, কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ইলিশসহ ২১ জন জেলেকে আটক করেছে বরিশাল নৌ পুলিশের সদস্যরা।
বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার দিবাগত রাত দশটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত মৎস অধিদপ্তরের সহযোগিতায় মেঘনা, কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস, ইলিশ প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।