বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি ও ইয়েস গ্রুপ বরিশাল জেলা শাখার সদস্যরা।
সোমবার বেলা এগারটায় নগরীর সদররোডে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা আইসিডিএ’র প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, মানবাধিকার জোটের জেলা সভাপতি সৈয়দ হাবীবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর, পরিবেশ সংগঠন (বেলা) জেলা আহ্বায়ক লিংকন বাইন, সনাক সদস্য ও সাংবাদিক সাইফুর রহমান মিরন, বরিশাল মহিলা কল্যাণ সমিতির আহ্বায়ক কাউছার পারভীন, ইয়ূত দল নেতা মনিরুল ইসলাম সোহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে শিক্ষাঙ্গনে টর্চারসেল বন্ধ, সন্ত্রাস মুক্ত শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে এনে সকল ছাত্র সংগঠনসহ শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবী জানান।