নওগাঁর ধামইরহাটে ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সকাল ৯ টায় আ.লীগ সমর্থিত ইমরুল কায়েশ বাদল (নৌকা প্রতীক) চন্দ্রকোলা কেন্দ্রে, বিএনপি সমর্থিত প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম (আনারস) নিজ ভোটকেন্দ্র ধুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং মো. হুমায়ন (চশমা) প্রতীকে পোড়ানগর কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৩শত ১৮ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৭শত ৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৮হাজার ৫শত ৬৫ জন। তবে ৯টি ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল কেন্দ্রের মোট ৬৪% ভোট কাস্ট হয়েছে। বৈদ্যবাটি ও চন্দ্রকোলা ভোট কেন্দ্রে ৭৩% ও ইসবপুর ভোটকেন্দ্রে ৭১% ভোট দুপুর ২ টায় কাস্ট হয়েছে বলে প্রিজাইটিং কর্মকর্তা যথাক্রমে সোহেল রানা, ও শাহরিয়ার কবির ও কাজল কুমার জানান।
তবে ভোট কেন্দ্রের বাইরে মানপুর, বৈদ্যবাটি ও বাদাল আশেকিয়া এলাকায় আ’লীগ-বিএনপি প্রার্থীদের সমর্থকদের সাথে বাকবিতন্ডা হলে র্যাব-পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে বুথ থেকে এজেন্টেদের বের করে দেয়া ও রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম। অপরদিকে আ.লীগ সমর্থিক প্রার্থী ইমরুল কায়েশ বাদল বলেন, শান্তিপূর্ণ ও স্বত্বঃস্ফূর্তভাবে ভোট দিতে ইসবপুর ইউনিয়নের জন সাধারণ ভোট কেন্দ্রগুলোতে ছুটে আসছে, মানপুর কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের লোকজনই আমাদের কর্মী ও ভোটারদের ধারালো অস্ত্র ও লাঠি সোডা নিয়ে ধাওয়া করার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করছে। তবে সাধারণ ভোটাররা বিএনপি ও আ.লীগ সমর্থিত প্রার্থী ইমরুশ কায়েশ বাদল ও এস.এম জাহাঙ্গীর আলমের সাথে ভোটের লড়াই প্রতিদ্বন্দীতাপূর্ণ হবে বলে মনে করেন।
এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব ও বিজিবি প্রস্তুত রয়েছে। একজন জুডিশিয়াল ও তিন জন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নির্বাচনী দায়িত্বে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি মোবাইল টিম কাজ করছে।