কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাহক সচেতনতা সৃষ্টিতে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদু্যুৎ” এই স্লোগান নিয়ে বিদ্যুৎ চুরি, অবৈধ লাইন, গ্রাহক হয়রানী প্রতিরোধ, উত্তম গ্রাহক সেবা, শতভাগ বিদ্যুতায়ন এবং গ্রাহক সচেতনতার লক্ষ্যে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি-নাগেশ্বরী জোনাল অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এই উঠান বৈঠক চলমান রয়েছে। উঠান বৈঠকে বিদ্যুৎ গ্রাহকগণ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের আশ্বাস পান। বৈঠকে গ্রাহকদের নানা অভিযোগের বিষয়ে সরাসরি প্রশ্নত্তর পর্বে উত্তর প্রদান করেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আতিকুর রহমান এবং এজিএম (কম) জুলফিকার হায়দার চৌধুরী। বৈঠককালে গ্রাহক সদস্যদের বিভিন্ন অভিযোগ শুনে তা নিরসনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকগণকে পরিমিত বিদ্যুৎ ব্যবহার করে নিয়মিত বিল পরিশোধ, পার্শ্ব সংযোগ পরিহার, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি পরিহার ও বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ করতে সঠিক পরামর্শ দেয়া হচ্ছে এবং লাইনের আশপাশে গাছ ও গাছের ডালপালা কাটার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছেন। বৈঠককালে উপস্থিত থাকছেন ইসি মাসুদুর রহমান, ওয়ারিং পরিদর্শক আহাদুল ইসলাম রাজু, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াজেদুল ইসলাম, লাইন টেকনিশিয়ান তোজাম্মেল হক, লাইনম্যান শহিদুল ইসলাম প্রমুখ।