বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এবং বিসিবি পরিচালক শেখ সোহেলের মাতা বেগম রিজিয়া নাসেরের সুস্থতা কামনাকরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম রিজিয়া নাসের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার সন্ধ্যায় চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শেরে বাংলা মার্কেট চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চিতলমার দারুল উলুম কাওমিয়া মাদ্রাসার মুহতামিম পীরএ কামেল হযরত মাওলানা আলহাজ¦ আবদুর রহমান এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম লিটন মুন্সীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, মুনছুর মোল্লা, কামরুল হাসান মুনসুর, আলাউদ্দিন সরদার ও সবুজ মুন্সি প্রমুখ।