বাগেরহাটের চিতলমারী উপজেলায় আগুনে একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই নারী সহ তিনজন। ঘটনার সময় বাড়ির লোকেরা গ্রামের মন্দিরে লক্ষ্মীপূজা দেখতে গিয়েছিলেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও পুলিশ জানায়। এই আগুনে নগদ প্রায় ১৫ হাজার টাকা, শিক্ষাগত সনদপত্র, দলিল, জাতীয় সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, টিন-কাঠের বসতঘর পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বসত ঘরের মালিক গ্রাম পুলিশ মিঠুন কুমার বাড়ৈ দাবী করেন।
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বাড়ৈয়ের পুত্র মিঠুন কুমার বাড়ৈ জানান, গত রাতে তার বসতবাড়ির সকল মালামাল এই আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। খবর পেয়ে গ্রামের মন্দির থেকে ছুটে এসে তারা আগুন নেভানো চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী অঞ্জলি রানী তড়-য়া (২৫), লক্ষ্মীরানী বাড়ৈ (৩৫) ও বীরেন্দ্রনাথ বাড়ৈ (৪৫) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক মীর শরিফুল হক জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিপাতের সূত্র ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে সরকারীভাবে সহযোগিতার ব্যবস্থা নেয়া হবে।