বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের ভুলের কারণে গুরুতর অসুস্থ হয়ে পরেছে এক গৃহবধূর। নার্সের বিরুদ্দে রোববার বরিশাল সিভিল সার্জন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ডাক্তার সাহাদাত হোসের বলেন, রোগীকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকালে পারভীন বেগমকে গৌরনদীতে অস্ত্রপাচার করা হয়।
রোগী পারভীন বেগমের মেয়ে আয়শা আক্তার এর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মো. সিদ্দিকুর রহমান হাওলাদারের স্ত্রী পারভীন বেগম ৯ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পরলে তাকে স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের পরামর্শে চকিৎসা স্বাস্থ্য কমপে¬ক্সের ৩৪নং বেডে ভর্তি করা হয়। ওইদিন রাত ১১টায় পারভীন বেগমের শারিরক অবস্থা অবনতি হয়ে পড়লে তাকে ইনটার ভেইনে ইনজেকসন ও স্যালাইন দেয়ার জন্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স মৃদুলা সরকার ও মালা হালদারকে রোগীর সাথে থাকা লোকজন জানিয়ে ছিলেন। এ সময় নার্সরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হাসপাতালে কোন ডাক্তার ছিলেন না। একপর্যায়ে নার্স এসে দ্রুতি গতিতে ইনজেকশন পুশ করে এবং ভেইনে স্যালাইন দিতে গিয়ে ভেইন ছিড়ে মাংসে চলে যায়। এতে রোগী গ্রুতর অসুস্থ হয়ে পরে।
রোগীকে ১০ অক্টোবর গৌরনদী এবি সিদ্দিক ডায়াগনিষ্টিক সেন্টারে ডাক্তার সাহাদাত হোসেন তিনি রোগী দেখে জানান, রোগীর ভুল চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্ত নার্স মৃদুলা সরকার বলেন, পুর্বেই ওই রোগীর হাতে কেনুলা পড়ানো ছিল। আমরা সঠিক ভাবে ইনজেকশন পুশ ও স্যালাইন দিয়েছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লোকমান হাকিম স্যারে ছুটিতে রয়েছেন। ছুটি শেষে সে হাসপাতালে যোগদান করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে বরিশাল সিভিল সার্জন ডাক্তার মো. মনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি বলে তার বক্তব্য দেওয়া গেল না।