প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে সারাদেশের মতো নোয়াখালীর সেনবাগের ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা ওই কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষকরা ক্লাসে না গিয়ে অফিস কক্ষে অবস্থান করেন।
এ ছাড়াও আগামিকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, এবং ১৬ তারিখ বুধবার অর্ধদিবস ও ১৭তারিখ বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষনা করেছে।