নড়াইলের লোহাগড়া উপজেলার ২৪টি দরিদ্র পরিবারকে বিনামূল্যে টিউবওয়েল দেয়া হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) সকাল ১১টায় নড়াইল-২(নড়াইল-লোহাগড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুফতি মোঃ শহিদুল ইসলাম এর পক্ষ থেকে দরিদ্র পরিবারদের বিনামূল্যে টিউবওয়েল দেয়া হলো।
লক্ষীপাশা আন-নূর কমপ্লেক্সে সোমবার সকালে বাংলাদেশ গণসেবা আন্দোলন এর লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কোটাকোল ইউপির মেম্বর আলহাজ¦ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিউবওয়েল বিতরণ করেন। এ সময় সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, লোহাগড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাফায়েত হোসাইন, মাওলানা গোলাম মোর্তজা, মোঃ আমিরুল ইসলাম, হাফেজ মাওলানা ইনায়েতুর রহমান, মোঃ আবু দাউদ, হাফেজ ফয়সাল, শেখ ওবায়দুর রহমান মিঠু, মোঃ হিরাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মুফতি মোঃ শহিদুল ইসলাম দরিদ্র মানুষদের পানির সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই গ্রামে গ্রামে ও গুরুত্বপূর্ণ স্থানে টিউবওয়েল দিচ্ছেন। টিউবয়েল বসানো ও পাঁকা করনের খরচও দেয়া হচ্ছে। সোমবার লোহাগড়া উপজেলার ইতনা ও কাশিপুর ইউনিয়নে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে আবারো টিউবয়েল দেয়া হবে। ইতঃপূর্বে বিভিন্ন বাজার, হাসপাতাল, থানা সহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ডিপ টিউবওয়েল দেয়া হয়েছে।