ফেণীর দাগনভূঁইয়া পৌরসভা ছাত্রদল আহ্বায়ক আশ্রাফুল ইসলাম প্রকাশ জাবেদ (২৮)কে ৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। রোববার রাতে সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত জাবেদের বাড়ি দাগনভূঁইয়া পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামে। সে ওই গ্রামের আনিস উদ্দিন সওদাগর বাড়ির মৃত রেজাউল হকের ছেলে ও দাগনভূঁইয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানায় জাবেদের বিরুদ্ধে দাগনভূঁইয়া থানা হত্যা, অস্ত্র, সন্ত্রাস ও মাদকের ১৩টি মামলা রয়েছে।
সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।