পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা (৪৮) বেগম দুবৃর্ত্তদের হাতে আহত হয়েছে। নেছারাবাদ থানা সূত্রে জানা যায়,আজ গভীর রাতে ৫৪ নং ঝালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা খানমের বসত ঘরে মোঃ মিজান(৩৫), মোঃ মোস্তফা(৪০), মোঃ সুমন(৩০) ও সোহাগ(২৮) এ ৪ যুবক শিক্ষিকা বিধাব রোজিনাকে ঘরে একা পেয়ে তাকে মৃত্যুর উদ্দ্যোশে এ বর্বরতাম হামলায় চালায় সন্ত্রাসীরা। এ সময় তার ড়াক-চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হাত-পাঁ বাধা মুমূর্ষ অবস্থায় রোজিনাকে নেছারাবাদ সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে দাযীত্বরত ডাঃ মোঃ ফিরোজ কিবরিয়য ২৭নং বেডে ভর্তি দেন। স্থানীয় লোকজন ও স্কুলের সভাপতি মুনমুন বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দীর্ঘ দিন ধরে এদের সাথে দন্ধ চলছিল। হাসপাতাল বেডে মুমুর্ষ কাতরাত অবস্থায় শিক্ষিকা রোজিনা এ ৪ জনের নাম বলেন। রোজিনার ভাই মোঃ আসাদুজ্জামান বাদী এ ৪ জনের বিরুদ্ধে নেছারবাদ থানা মামলা দায়ের করেন। দুপুর ২টা উপজেলার মাধরা বাজার থেকে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে নেছরাবাদ থানা পুলিশ।