আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (সেমাবার)। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার আলহাজ¦ আঃ মাজেদ পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ফলে পদটি শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশন শূন্যপদে উপ নির্বাচনের তফশীল ঘোষণা করলে আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও আনোয়ার হোসেন নমিনেশনপত্র জমা দেন। ফলে এদু’জনই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আঃ মাজেদ গাজীর প্রতীক মোরগ ও আনোয়ার হোসেনের প্রতীক টিউবওয়েল। রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। পুরুষ ভোটার ১২৩৫ জন ও মহিলা ভোটার ১২৬৪ জন, মোট ২৪৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শশ্মান কুমার মন্ডল। নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। পুলিশ, আনসার-ভিডিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ টিম এবং অন্যান্য ব্যবস্থা রয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জমাদি রোববার সন্ধ্যার আগেই ভোট কেন্দ্রে পৌছে যায়।