কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া এলাকায় পদ্মানদী থেকে অজ্ঞাত (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার দিকে হাটখোলা পাড়া এলাকায় পদ্মা নদীর ধারে টি-শার্ট ও হাফপ্যান্ট পরা অবস্থায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, এ পর্যন্ত লাশটির কোন পরিচয় জানা যায়নি। বন্যার পানিতে হয়ত দুরে কোথা থেকে লাশটি ভেসে এসেছে বলে জানিয়েছেন।