কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর সকাল ১০ টার দিকে রামগর গ্রাম থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নবযাত্রা প্রকল্প ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান স.ম আবদুর রহিম, প্রয়াত ইউপি চেয়ারম্যান কেএম মোর্শারফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীন, কৃষ্ণনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম,আফছার আলী, শফিকুল ইসলাম, মোমতাজুল ইসলাম ও আওয়ামী লীগ মাষ্টার অমল কুমার ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল সাহাদাৎ, সোহাগ হোসেন ও আমিনুর রহমান।