খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের চার হাত-পা ভাঙ্গলো জামায়াত নেতা ও নব্য আ.লীগের কর্মীরা। এমনকি দুর্বৃত্তরা এই সাবেক ছাত্রলীগ নেতার ব্যবহৃত মোটরবাইক টিও ভেঙ্গে দিয়েছে। বর্তমানে সে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, রোববার সকাল ১০ টার দিকে পৌরসদরে যাওয়ার উদ্দেশ্যে আনোয়ার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। উপজেলার গদাইপুর সায়েদের রাইসমিল নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা জামায়াত নেতার পরিবারের সদস্য ও নব্য আওয়ামী লীগ নেত্রী খুঁকুমনির নির্দেশে চেঁচুয়া গ্রামের মুলতান মোড়লের পুত্র মুসতাক মোড়ল, হোসেন শেখের পুত্র শাহিনুর, আবদুল গাজীর পুত্র শিমুল, মুজিবর মোড়লের পুত্র শহিদ ও অহিদ, হামিদ মোড়লের পুত্র নুরুজ্জামান সহ বেশ কয়েক জন মিলে অতর্কিত আক্রমণ করে ব্যাপক মারপিট চার হাত-পা ভেঙ্গে দেয়। এক পর্যায় আশ-পাশের লোকজন এসে আনোয়ারকে উদ্ধার করে।
স্থানীয়ারা এফএনএসকে জানান, জামায়াত নেতা মুসতাক মোড়লের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছে, সে বিষয়ে আদালতে মামলা চলমান। ইতিপূর্ব একাধিকবার সাবেক ছাত্রলীগ নেতা পিতৃহীন আনোয়ারের স্ত্রী ও মাকে মারাত্বক জখম করে উপরক্ত ব্যক্তিরা। পূর্ব মারপিটের বিষয়েও মামলা করলে জামায়াত নেতার পরিবার আরো বেশি ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকে। আনোয়ার বিষয়টি টের পেয়ে নিজ পরিবারের নিরাপত্তার জন্য গত ১১ অক্টোবর কয়েক জনের নাম উল্লেখ করে থানায় জিডি করে। জিডি নং ৩৭৭/১৯ ইং।
সাবেক ছাত্রলীগ নেতা কর্তৃক জিডি করার খবর পেয়ে রোববার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে আনোয়ারের উপর জামায়াত নেতারা হামলা করে বলে তার পরিবারের লোকেরা জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহিরে থাকায় এসআই রকিব এফএনএসকে জানান, চার হাত-পা ভাঙ্গা অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে।