নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রী (১১) কে ধর্ষণের ঘটনায় ধর্ষক সুমন (১৮) কে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন চরশুল্লকিয়া এলাকার আবদুল আজিজের ছেলে।এর আগে, শনিবার রাতে চরশুল্লকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরশুল্লকিয়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত শুক্রবার রাতে ভিকটিমের বাবা সেলিম বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে খাসেরহাট বাজার এলাকায় স্থানীয় আবদুল আজিজের ছেলে সুমন স্কুলছাত্রী (১১)এর গতিরোধ করে মুখ চেপে পাশ্ববর্তী একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।