মুলাদীতে মা ইলিশ রক্ষার অভিযানের ৫ম দিনেই প্রশাসনের অভিযানে ভাঁটা পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নাম মাত্র অভিযানের সুযোগে জেলেরা অবাধে মা ইলিশ শিকার করছে। রোববার ভোর রাত থেকে বিকাল ৪টা পর্যন্ত মুলাদীর জয়ন্তী নদীতে কমপক্ষে ২শত নৌকা নিয়ে জেলেরা অবাধে মাছ শিকার করেছে। উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর খেয়াঘাট এলাকার বাসিন্দা আবদুল জব্বার চৌকিদার জানান শনিবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ৩জনকে আটক করে। ভোর রাতের দিকে প্রশাসনের লোকজন না থাকায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চরমালিয়া, ষোলঘর, ভেদুরিয়া, ব্রজমোহন, চরবাটামারাসহ কয়েকটি গ্রামের ২শতাধিক নৌকা জয়ন্তী নদীতে ইলিশ শিকার করে। নিয়মিত জেলেদের সাথে মৌসুমী জেলেরা যোগ হয়ে মহাউৎসবে ইলিশ শিকার করছে। রোববার সারাদিন প্রশাসনের কোনো অভিযানের টহল না থাকায় জেলেরা অবাধে ইলিশ শিকার চালিয়েছে। জেলেদের ধরা এসব ইলিশ বাজারে বিক্রি করতে যেতে হয় না। উৎসুক ক্রেতারা ব্যাগ, বস্তা নিয়ে নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে। আর জেলেরা নদীর পাড়ে এসে ক্রেতাদের কাছে অপেক্ষাকৃত কমমূল্যে ইলিশ বিক্রি করছে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন ১জনকে এক বছরের কারাদ-, ২জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও ৩জন আটক রয়েছে, যাদেরকে আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।