শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোঘড়াকান্দি গ্রামে অবস্থিত ঘোঘড়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়। সরকারের মাইনর স্কুল উন্নয়ন বাজেটে স্কুলের নানাবিদ উন্নয়ন সম্ভব হয়ে উঠেনি। চার রোম বিশিষ্ট একটি মাত্র বিল্ডিং এ প্লে-১ম-৫ম শ্রেনীর শিক্ষার্থীরা গাদাগাদি করে পড়াশুনা করছে এই তিনটি রুমে। যেন বিড়ম্বনার শেষ নেই।
বিদ্যালয় সূত্রে, ১৯৭৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালিন সময়ে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিদের সহযোগিতায় একটি ছোট্ট টিনের ঘর দিয়ে বিদ্যালয়ের শিক্ষা যাত্রা শুরু হয়। অনেক পরে একটি হাফ বিল্ডিং স্থাপিত হয়। বিদালয়ের জমি মোট ৬৯ শতাংশ। রয়েছে খেলার মাঠ। উপজেলার প্রায় স্কুলেই সরকারের নানামুখি উন্নয়নে স্কুল গুলোর অভূতপূর্ব উন্নয়ন হলেও এই স্কুলটির চার রোম বিশিষ্ট হাফ বিল্ডিং ছাড়া তেমন কোন ভৌত অবকাঠামো উন্নয়ন হয়নি। বর্তমানে ৫ জন শিক্ষক নিয়ে একটানা সকাল হতে বিকেল পর্যন্ত বিরতীহীন ক্লাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম চলছে। এই ছোট্ট রুম গুলিতে প্রায় ১৭০ জন ছাত্রছাত্রী নিয়ে শিক্ষকরা ক্লাস নিতে গিয়ে পড়ছেন নানা বিড়ম্বনায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্ধকৃত অর্থে মাইনর মেরামত কার্য সম্পাদনে সম্প্রতি বিদ্যায়লটির অবস্থা বেহাল দশা। এই ছাঁদ মেরামত করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় তৈরির সময় ঠিকাদার কর্তৃক নি¤œ মানের কাজের কারণে এই বিদ্যালয় ভবন অত্যন্ত ঝুকিপূর্ন অবস্থায় পতিত হয়েছে। দিন দিন এটি অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। বিদ্যালয়ের দেওয়ালের বিভিন্ন অংশের কাজ ও ছাঁদ ঝুড়ঝুড়ে হয়ে গেছে। মেরামত করতে গিয়ে হাতুরির বাড়িতে এটির অবস্থা আরও খারাপের দিকে গেছে। পরে এই ছাঁদ নতুন করে খোয়া দিয়ে ৬২ফুট লম্বা ও প্রস্থে ৩০ফুট ঢালাই করতে হয়েছে। ফলে পানি পড়া বন্ধ হয়েছে। একই সাথে বিল্ডিং এর দেওয়ালের অবস্থাও খারাপ। সিমেন্ট কম দেওয়া কারণে বালুর প্লাষ্টার ধ্বসে পড়ে যাচ্ছে। পরে এগুলিও মেরামত করা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল বসানো হয়েছে।
এব্যাপারে ঘোঘড়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, শিশুদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে সারা দেশে যেভাবে পড়াশুনা হয় সেভাবেই বিদ্যালয়কে সাজানোর আপ্রান চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকারের ব্যাপক ভিত্তিক এই উন্নয়ন কাজে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই শিক্ষা বান্ধব পরিবেশের সৃষ্টি হলেও বিদ্যালয়ের নানা সমস্যার কারণে আমরা শিক্ষাদান করতে গিয়ে হিমশিম খাচ্ছি। কারণ পর্যাপ্ত ক্লাস রুম নেই। বাড়তি আলাদা কোন ঘরও নেই। শিশুদের আধুনিক ওয়াশ ব্লক, পানির সাবমারছেবল পাম্প, ফুলের বাগান এবং শহীদ মিনার নেই। একই সাথে এই স্কুল মাঠটিতে মাটি ভরাট করতে হবে। সর্বশেষ একটি একটি বাউন্ডারী ওয়ালও নির্মান করতে হবে। কারণ সাথেই রাস্তা। এই বিষয়গুলি স্কুলের জন্য অত্যাবর্শকীয় হয়ে পড়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।