নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। প্রত্যেক প্রার্থীই তাদের রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি তুলে ধরছেন। ২৭ অক্টোবর সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের চলমান কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত লে: কমান্ডার এ এম আব্দুল্লাহ্ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্লিনইমেজ খ্যাত লে: কমান্ডার এ এম আব্দুল্লাহ্একটু ভিন্ন আমেজ নিয়েই এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা, উপজেলা ও কেন্দ্রীয়ভাবে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন তারই অংশ হিসাবে লোহাগড়াতেও সম্মেলন অনুষ্ঠিত হবে। এ এম আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী সম্মেলনে সৎ, যোগ্য, মেধাবী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী নেতৃত্ব বাছাই হবে। সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর রূপকল্পে সামিল হয়ে আওয়ামী লীগকে লোহাগড়া উপজেলায় অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। নতুন প্রজন্ম যাতে সন্ত্রাস,মাদকমুক্ত পরিবেশে গড়ে উঠতে পারে সেই লক্ষে কাজ করবো। ছাত্রলীগ, যুবলীগসহ দলের সকলকে ঐক্যবদ্ধ করে লোহাগড়াকে রাজনীতির মডেল হিসাবে দাঁড় করাতে পারবো।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুন্শী মোয়াজ্জম হোসেন এর ছেলে লে: কমান্ডার এ এম আব্দুল্লাহ্ । ছাত্রজীবনে ছিলেন চরম মেধাবী। বর্তমান শিক্ষাগত যোগ্যতা বি এস সি ইঞ্জিনিয়ার (বুয়েট),এমবিএ। তিনি রাসেল ¯ৃ§তি সংসদ লোহাগড়ার (১৯৮৮) প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, ১৯৯১-৯২ সালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক জিবি সদস্য। বর্তমানে বঙ্গবন্ধু পরিষদ লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক। তার লেখা প্রকাশিত বই বাজেট উন্নয়নের অর্থনীতি, অন্যচোখে। তিনি ১৯৯৩ সালে নৌবাহিনীতে যোগদান করেন এবং ২০১১ সালে অবসর নেন। এ এম আব্দুল্লাহ রাজনীতির পাশাপাশি এখন ব্যবসা পরিচালনা করেন। বি,আই,টি,এস,এল এর তিনি ম্যানেজিং ডাইরেক্টর।