কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও ল্যাম্ব, এমজেএসকেএস, ব্র্যাক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও ইএসডিও এর যৌথ সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সামনে আলোচনাসভা এবং উপজেলা প্রশাসন স্কুল এ- কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা প্রমুখ।