“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ মাঠে এসে শেষ হয়। পরে ওই মাঠে সচেতনতা মূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ প্রমুখ। সভা শেষে তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীগণ ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া দেন।