পাটকেলঘাটায় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় পাটকেলঘাটায় সাতক্ষীরা জেলা টেক্সি,অটোরিক্সা,মিশুক,বেবিটেক্সি,টেক্সিকার,অটোটেম্পু,থ্রিহুইলার (২১৯৯) মালিক সমিতির উদ্যোগে একটি র্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বলফিল্ড অফিস কার্যালয়ে এসে মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন মালিক সমিতির সভাপতি ইউনুস আলী,সাধারন সম্পাদক মাসুদপারভেজ,কোষাধ্যক্ষ শহীদুল মোড়ল,রাজিব,আজাদ সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।