ছাত্রলীগের দায় নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী ছাত্রলীগের অপকর্মের কাঁধে নিয়ে পদত্যাগ করবেন। কিন্তু ওনি তা না করে, উল্টো অন্যান্যের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এ দায় প্রধানমন্ত্রী এড়াতে পারে না।’
শনিবার (১২ অক্টোবর) দুপুরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাসহ ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তির প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বে আছেন। তিনি আবরার হত্যার দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে পারতেন। কিন্তু তা করে উল্টো আমাদের দোষারোপ করতে চান।’
তিনি বলেন, ‘আবরারের মত মেধাবী ছাত্রের এমন মর্মান্তিক হত্যাকান্ডের মধ্য দিয়ে সরকার দেশের মানুষের বিবেক হত্যা করেছে। সভ্যতাকে হত্যা করেছে। স্বাধীনতা সার্বভোমত্বকে হত্যা করেছে। অবিলম্বে সরকারকে এই দায়ভার মেনে নেয়া উচিত।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সরকারের উচিত হবে ভারতের সাথে করা সকল দেশবিরোধী চুক্তি বাতিল করা। একই সাথে বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যার সাথে জড়িতদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সহ সভাপতি কাওছার জামান বাবলা, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।