রংপুর মহানগরীর ৩২নং ওয়ার্ডের নগরমীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যদিয়ে শুরু হয়েছে ৬ষ্ঠ তলা বিশিষ্ঠ অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজ। শনিবার দুপুরে ওই অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সভাপতি হাজ¦ী আবদুর রাজ্জাক, অভিভাবক সদস্য আলতাব হোসেন ও দাতা সদস্য গনি মিয়া।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোন কর্তৃক বাস্তবায়নাধীণ ৬ষ্ঠ তলা বিশিষ্ট এই অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।