জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেছেন, সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের নিয়োগ পত্র, শ্রমের মুল্য বৃদ্ধি, চিকিৎসা খরচ বহন ও বিভিন্ন দেশে শ্রমবাজার তৈরিসহ নানা পদক্ষেপ সরকার বাস্তবায়ন করছে। শ্রমিকদের গায়ের ঘামে উন্নয়নের চাকা সচল রয়েছে। কোন শ্রমিক অযথা নির্যাতিত নিপীরিত হলে অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থা শ্রমিকদের পাশে রয়েছে। জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর কমিটির সভাপতি মো: রুস্তম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাখাওয়াত হোসেন, কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, মিজানুর রহমান মিজু, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আবদুল আজিজ, জাকির হোসেন কাঞ্চন, যুগ্ন সম্পাদক আবদুর রাজ্জাক, মাহবুব মোর্শেদ শামীম, মহিলা সম্পাদক নুপুর বেগম, সহ: সম্পাদক শুকতারা বেগম প্রমুখ। এর আগে টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক ঘুরে জিলা স্কুল মোড়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতীয় ও শ্রমিক লীগের পতাকা উত্তোলনসহ সকল বিদেহী শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।