কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মুক্তিযোদ্ধার বড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে মুক্তিযোদ্ধার ওই পরিবার। অভিযোগে জানা যায় উপজেলার রামখানা ইউনিয়নের শিয়ালকান্দা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমানের বসতবাড়ি ও জমিজমা জবরদখলের জন্য পার্শ্ববতী রফিকুল ইসলাম এবং বাবলু মিয়াসহ একটি ভূমিদস্যুচক্র দীর্ঘদিন যাবত ক্ষয়ক্ষতি করে আসছে। এমনকী তাদের বেপরোয়া আচরণ আর ইভটিজিং এর কারণে স্কুল করতে পারছে না তার মেয়ে স্কুল শিক্ষিকা সেলিনা বেগম। অসহায় এই মুক্তিযোদ্ধা পরিবার জানায় তাদের জনবল না থাকায় পার্শ্ববতী মৃত হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪২), বাবলু মিয়া (২০) পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছে। তারা প্রয়োজনীয় কোনো কাজেই বাড়ি থেকে বের হতে পারছে না। তাদের মৃত্যুর হুমকী দেয়ায় এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এমনকী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের ছেলে শিয়ালকান্দা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী শরিফুল ইসলাম বৃহস্পতিবার বিদ্যালয়ের কেরানীর ফোন পেয়ে খাতাপত্র নিয়ে সকালে তার বাড়িতে যাওয়ার পথিমধ্যে তাকে পথরোধ করে বেদম মারপিট করে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে। এরইমধ্যে ভূমিদস্যু রফিকুল ও বাবলুর নেতৃত্বে রফিকুলের ছেলে রাসেল (২২), ইসমাইলের ছেলে বছির উদ্দিন, রানু মেছিয়ারের স্ত্রী রুবি বেগম (৪০), মেয়ে রানী খাতুন (২৭) বাবলুর স্ত্রী নাজমা বেগমসহ একটি সন্ত্রাসীদল ১১ অক্টবর শুক্রবার রাতে অতর্কিতভাবে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে হামলা ও চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে। এতে করে আহত হন স্কুল শিক্ষকা সেলিনা বেগম এবং তার ছেলে অমীয় রাজ (৬)। তাদের প্রাথমিক চিতিৎসা দেয়া হয়েছে। পরে ৯৯৯ এ ফোন করলে নাগেশ্বরী থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও এ ব্যপারে একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা পরিবার। তবে বিষয়টি মিমাংসার জন্য বসার প্রস্তুতি চলছে।