দুর্গাপুর উপজেলার ৭নং গাওঁকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার তার সঙ্গীয় কতিপয় ব্যক্তি কর্তৃক অসত্য, ভিত্তিহীন,বানোয়াট ও অজানা বিষয়কে কেন্দ্র করে বিগত ৭ অক্টোবর ২০১৯ ইং সোমবার দুর্গাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তার প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত ব্যাক্ষা তুলেধরে ৭নং গাওঁকান্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোতালেব ও তার পরিষদের সকল সদস্যরা পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
১২ অক্টোবর শনিবার ঐ পরিষদের সকল সদস্য সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুর্গাপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ গাওঁকান্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোতালেব। এতে উল্লেখ করা হয় ৭ অক্টোবর সোমবার আমাদের ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার গং কর্তৃক যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন সাজানো ও পরিকল্পিত। বাংলাদেশ সরকারের বিধিবিধানমতে গরীব,অসহায়,স্বামী পরিত্যাক্তা, বিধবা মহিলাদেরকে ভিজিডি কার্ড বিতরণের নির্দেশ মোতাবেক আমি এবং আমরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ঐসব ২৫৫ জন মহিলাদের নাম ঠিকানা সম্বলিত একটি প্রাথমিক বাচাইকৃত তালিকা উপজেলা ভিজিডি কমিটির সদস্য সচিবের নিকট জমা করি। তিনি দীর্ঘ সময় যাচাই-বাচাই পূর্বক ঐ তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেন। পরিশেষে ঐ তালিকাটি অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পোষ্ট করা হয়। কিছুদিন পর অনলাইনে খোঁজা খুঁজি করে দেখতে পাই ঐ তালিকায় কিছু কিছু নামের বেশ অসংঙ্গতি রয়েছে। যেমন কোন কোন মহিলার নাম দুইবার লিপিবদ্ধ হয়েছে। কিছুকিছু মহিলার ঠিকানার প¦ার্শে অন্য উপজেলার নাম লিপিবদ্ধ করা হয়েছে। বা অনন্ত ৩০জন মহিলার নামের পাশে স্বামীর নাম উল্লেখ করা হয়নি। এসকল অনাকাংঙ্খিত ভুল আমি চেয়ারম্যান আবদুল মতিন, আমার সচিব,আমার পরিষদের অন্যান্য ইউপি সদস্যগণের দ্বারা হয়নি। এ ভুলের জন্য আমরা বা আমার পরিষদ কোন ভাবেই দায়ী নই। আমাদের যতটুকু ধারণা বা মনে হয় সংশ্লিষ্ট অফিসের ব্যক্তিগণের দ্বারা এই ডিজিটাল পদ্ধতির ভুল হয়ে থাকতে পারে। কেননা আমার প্রেরিত তালিকায় কোন মহিলার নাম দুইবার লিখা হয়নি। কোন মহিলার স্বামীর নাম বাদ রাখা হয়নি। বা অন্য উপজেলার নামও লেখা হয়নি। এই ভুলের বিষয় জানতে পেরে তাৎক্ষনিতভাবে আমি ও আমার পরিষদের বেশকয়েকজন সদস্যকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যাই এবং এর বিস্তারিত বিবরণ বলি। তিনি আমাদের বিবরণ শুনে বিষয়ের মর্ম বুঝতে পেরে তার পরামর্শ মতে বিগত ১৪/০৬/২০১৯ ইং তারিখে আমার পরিষদের সকল সদস্যদের সমন্বয়ে এই ভুল সংশোধন বিষয়ক একটি জরুরী সভা করি এবং ঐ সভায় তালিকায় ভুল সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি রেজুলোশন লিপিবদ্ধ করি। এবং পরবর্তীতে সংশোধিত একটি তালিকা ভিজিডি কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট জমা দেই। উল্লেখ্য যে,তালিকার ভুলের বিষয়টি অবগত হওয়ার পর থেকেই আমরা কোন মহিলাকেই তাদের বরাদ্দকৃত মালামাল বিতরণ করি নাই। পরবর্তীতে আমাদের সংশোধিত তালিকা চূড়ান্ত হওয়ার পর উল্লিখিত ২৫৫জন মহিলাকে ৬মাসের বরাদ্ধ সংশোধিত তালিকা অনুযায়ী একসাথে চাল বিতরণ করা হয়। সংবাদ সম্মেলনকারী সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার গংদের আদৌ জানা ছিল না যে, অনলাইনে প্রকাশিত তালিকার ভুলগুলি সংশোধন করা হয়েছে। তারা না জেনে ,না বুঝে পরিকল্পিতভাবে আমাকে সহ আমার সকল সম্মানিত সদস্যদের হেয় করার উদ্দেশ্যে ঐ সংবাদ সম্মেলন করেছেন। আমি ও আমার পরিষদ ঐ সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।