কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের পাশে শনিবার ভোর রাতে দুর্বৃত্তের আগুনে একটি স’মিল পুড়েছে। দুর্বত্তেরা শনিবার ভোর রাতে স’মিলটিতে আগুন লাগিয়ে দিলে মহুর্ত্তের মধ্যে স’মিলের দুটি ঘর, ঘরে থাকা একটি শ্যালেমেশিন, ১০/১৫ সিপটি কাঁঠাল কাঠ, বেলচা, স’মিলের ব্লেডসহ বিভিন্ন মামলামাল ভস্মিভূত হয়। খবর পেয়ে নাগেশ^রী ফায়ার সার্ভিস এলেও কাজ হয়নি।
স’মিল মালিক নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব-ফুলমতি গ্রামের তোফাজ্জল হোসেন (৫২) জানান, স’মিলটি পুড়ে যাওয়ায় তার প্রায় ৩ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এতে স’মিলে কর্মরত তিনিসহ ১০ জন শ্রমিকের কর্মসংস্থানের পথ বন্ধ হলো। তিনি আরও জানান, তার কোন শত্রু ছিলনা। কিন্তু দুর্বৃত্তরা তার স’মিলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় তিনি এখন অসহায়। আনসার-ভিডিপি ব্যাংক ও এনজিও আরডিআরএস থেকে নেয়া ২ লাখ টাকা ঋণ নিয়ে তার এই স’মিল ব্যবসা। এখন তিনি কেমন করে এই ঋণ পরিশোধ করবেন এর কূল পাচ্ছেননা।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, পুড়ে যাওয়া স’মিল মালিকের ঘরের টিন সহায়তার জন্য তিনি উপজেলা প্রশাসনকে সুপারিশ করবেন বলে জানান।