ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শিতলী বাজারে সড়ক দূর্ঘটনায় রিফাত (১১) নামে ৫ম শ্রেনী পড়-য়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত রিফাত ঐ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। শনিবার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহ হরিণাকু-ু সড়কের শিতলী বাজার এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহের দিক থেকে ইট ভাঙ্গা একটি গাড়ি দ্রুত গতিতে শিতলী বাজার অতিক্রম করছিল। এ সময় নিহত স্কুল ছাত্র রিফাত বাইসাইকেল যোগে বাড়ি থেকে রাস্তায় ওঠার মুহুর্তে দানব ইটভাঙ্গা গাড়িটি তাকে চাপা দেয়। এতে রিফাতের দুটি পা সম্পুর্ন ভেঙ্গে যায় ও মাথায় প্রচন্ত আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাব্বিকুল ইসলাম তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয় বলে নিহতের পিতা আশরাফুল ইসলাম জানান।
হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, দ্রুত দানব ইট ভাঙ্গা গাড়িটির মালিক ও চালককে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে। এদিকে এ ঘটনায় নিহত শিশু রিফাতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।