বাগেরহাটের চিতলমারীতে শুক্রবার গভীর রাতে উপজেলার চড়বড়বাড়ীয়া শ্রীশ্রী হরিগুরুচাঁদ সেবাশ্রম দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শনিবার সকাল ১১টার দিকে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তিনি ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন, উপজেলার চড়বড়বাড়ীয়া শ্রীশ্রী হরিগুরুচাঁদ সেবাশ্রম দুর্গা মন্দিরে ত শুক্রবার গভীর রাতে এঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায় মাটিতে পড়ে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গনেশ ও কার্তিকসহ সকল দেব দেবতার ভাঙা মাথাগুলি। তা জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন ধর্মপ্রাণ পূজারী, সেবক সেবিকা ও ভক্তবৃন্দ। হরিগুরুচাঁদ সেবাশ্রম দুর্গা মন্দির কমিটির সভাপতি নৃপেন বৈদ্য জানান, “নবমী পূজার রাতে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় কীর্তন ও চন্ডীপাঠ অনুষ্ঠান চলছিল। বহিরাগত কিছু লোক এসে মা বোনদের পাশে দাড়ায় এবং এক ভক্তকে উত্যক্ত করে। তার প্রতিবাদ করতে গেলে আগত ওই লোকগুলো তাদের উপর চড়াও হয়।
এসময় মন্দিরের ঢাকী অজিত মন্ডল ছুটে এসে মারপিট ঠেকায়। পূজায় দায়িত্বরত আনসার ভিডিপি বাহিনীসহ উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকী অজিত মন্ডল হিজলা বাজার থেকে বাড়ীর দিকে যাবার সময় কিছু দৃর্বৃত্ত তাকে ধাওয়া করে চরবড়বাড়ীয়া পর্যন্ত নিয়ে আসে। সে প্রান বাঁচাতে চৌধুরীর বাড়ীতে আশ্রয় নিলে সেখানে ঘরে ঢুকে বেদম মারপিট করে। বর্তমানে তিনি চিতলমারী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার ভোরে গ্রামবাসী মন্দিরের প্রতিমার মাথা ভাংগা দেখতে পায়। তার পরে আমরা থানায় খবর দেই।”
এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরীফুল হক জানান, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ভোরে নিজে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করেছি। ঘটনাটি অত্যন্ত দু:খজনক। এ ব্যপারে আজ অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল ঘটনাস্থল পরিদর্শনকালে জানান খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসছি। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।