দনাজপুরের বীরগঞ্জ থানার এসআই এরশাদ হোসেনের নেতৃত্বে এসআই নুরল হক, এএসআই মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মানিক মিয়া, মোঃ সাজেদুর ইসলাম, গ্রিস চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর কালিপদ চন্দ্র রায়ের লিচু বাগানে অভিযান চালিয়ে পুরাতন তাসের সেট এবং ২৩ হাজার টাকা অর্থ সহ ভোগনগর ইউনিয়নের মাঝবোয়াইল গ্রামের মৃত মনমোহনের ছেলে অমুল্য রায় (২৮), মৃত বাচ্চা রায়ের ছেলে কার্তিক চন্দ্র রায় (২৮), সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (৩৫), মহাদেবপুর গ্রামের মৃত সুরিন্দ্রনাথ রায়ের ছেলে উপেন্দ্র নাথ রায় (৪৮) ও বাসুদেবপুর গ্রামের মোঃ খাজে আহম্মেদের ছেলে মনোয়ার হোসেন (৩৮) কে জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় এসআই এরশাদ হোসেন বাদী হয়ে ১৯৬৭ প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৮ তারিখ-১১/১০/২০১৯। এ ব্যাপারে বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাকিলা পারভীন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আসামীগণ এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলে এলাকার লোকজনের বসবাসের পরিবেশ নষ্ট ও সামাজিক পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসছেন।